Principal’s Message

ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হওয়ার প্রত্যয়ে, স্বাগতম স্বপ্নের সোনালী প্রাঙ্গণে


সুপ্রিয় শিক্ষার্থী,

আসসালামু আলাইকুম। অভিনন্দন ধারাবাহিক সাফল্যে সমুজ্জ্বল সোনার বাংলা কলেজে ভর্তির সুুযোগ পাওয়ায়। আমাদের সবুজ-শ্যামল মায়াবী ক্যাম্পাসে তোমাকে স্বাগতম।

শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় উচ্চ মাধ্যমিক পর্যায়। এ পর্যায়ের সাফল্যের উপরই নির্ভর করে ভবিষ্যৎ জীবনের চূড়ান্ত সাফল্য। যারা এ সময়টিতে নিজেকে শ্রমে-ঘামে, মেধা ও মননে বিকশিত করতে সক্ষম হবে, তারাই হবে আগামী দিনের স্বপ্নের সফল মানুষ। ফাঁকি, অবহেলা আর অশুভ আবেগে কেউ কেউ হারিয়ে যাবে ব্যর্থতার অতল গহ্বরে। সৃজনশীলতা, নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তোলার এটাই শ্রেষ্ঠ সময়।

শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের আধুনিক বিজ্ঞানসম্মত সন্নিবেশনে আনন্দঘন সুশৃংখল নান্দনিক পরিবেশে আমরা তোমাকে গড়ে তুলবো প্রজন্মের শ্রেষ্ঠ মানুষ হিসেবে। একজন শিক্ষার্থীকে শুধুমাত্র ভালো ছাত্র হিসেবে নয়, ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা চলে এখানে।

অসাধারণ সফল এ বিদ্যাপীঠে আমাদের আন্তরিক পরিচর্যায় তুমিও গড়ে উঠবে একজন সফল সুন্দর ও আলোকিত মানুষ হিসেবে- এ আমার দৃঢ় বিশ্বাস।

মহান আল্লাহ আমাদের সহায় হোন।

আবু ছালেক মো: সেলিম রেজা সৌরভ
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
সোনার বাংলা কলেেজ

 আর্কাইভ